ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল
আগামী ২২ জানুয়ারী পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের এগারতম আসরের। এ আসরের জন্য নিজেদের ঝালিয়ে নিতে দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। এ সিরিজের লক্ষ্যে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দল।
সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ সদস্যের উইন্ডিজ দল পা রাখে। সেখান থেকে সরাসরি হোটেল লা মেরিডিয়ানে উঠেছে ক্যারিবীয় দলটি।
আগামী ১১ জানুয়ারী মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবং ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। সফরের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৪ ও ১৬ জানুয়ারী এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
সিরিজ শেষে বাংলাদেশ দল চট্টগ্রামেই থেকে যাবে দলদুটি। কারণ এই মাঠ বিশ্বকাপ মিশনে নামবে তারা। আগামী ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা। অপরদিকে ২৯ জানুরারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
আরটি/আইএইচএস/এমএস