রুয়েটে জব ফেয়ার শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী জব ফেয়ার। শুক্রবার রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে এই জব ফেয়ার। এছাড়া এই ফেয়ারে আয়োজিত বিভিন্ন সেমিনার থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিভিন্ন দিক-নির্দেশনা পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. কামরুজ্জামান ও উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) সিদ্ধার্থ শংকর সাহা।
দুই দিনব্যাপী এই জব ফেয়ারে গ্রামীণফোন, বিএসআরএম, প্রিমিয়ার সিমেন্ট, অন্যরকমসহ ১২টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। যেগুলোতে চাকরিপ্রার্থীদের সিভি নেয়া হচ্ছে এবং এসব প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় দুই দিনব্যাপী এই জব ফেয়ার শেষ হবে।
শাহরিয়ার অনতু/এআরএ/এমএস