ইজতেমার বিদেশি তাঁবুতে গ্যাস সংকট


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

গাজীপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে বিদেশি অতিথিদের তাঁবুর অস্থায়ী রান্নাঘরে গ্যাসের সরবরাহ কম বলে জানা গেছে।

ওই তাঁবুতে রান্নার জামাতের জিম্মাদার মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে তাদের গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নায় সমস্যা হচ্ছে।

তিনি আরো বলেন, গত দুইদিন তেমন সমস্যা না হলেও সকাল সোয়া ১১টার দিকে হঠাৎ চাপ কমে যায়। ফলে প্রায় হাজার হাজার বিদেশি মুসল্লিদের খাবার তৈরিতে সমস্যা হচ্ছে।

তিতাস গ্যাসের টঙ্গী (বিক্রয়) কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।