শুক্রবারই খুলনা যাচ্ছেন মাশরাফিরা


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

আগামী ১৫ জানুয়ারি থেকে খুলনায় শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। কথা ছিল ১১ জানুয়ারি খুলনা যাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা; কিন্তু প্রস্তুতিটা একটু ভালো করতে আগেই দল নিয়ে খুলনা চলে যাচ্ছেন কোচ হাথুরুসিংহে। শুধু ১৪ সদস্যের চূড়ান্ত দল নয়, প্রাথমিক তালিকায় থাকা ২৭ ক্রিকেটারকেই খুলনায় উড়িয়ে নিচ্ছে তিনি। শুক্রবার সকাল ৯টায়  ক্রিকেটাররা রওয়ানা হবে খুলনার উদ্দেশ্যে।

মূল দল ঘোষণা করা হলেও প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে খুলনা নিয়ে যাওয়ার কারণ  হচ্ছে, সেখানে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা। বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ দুটি খেলতে চান প্রধান কোচ। কোচের চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী ৯ ও ১০ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের দলের খেলোয়াড়রা টি-টোয়েন্টি সিরিজ খেলতে খুলনা থাকলেও বাকি খেলোয়াড়রা চলে যাবেন বিসিএল খেলতে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল জানিয়েছিলেন, ১১ জানুয়ারি ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। তবে কোচের চাওয়াতেই একটু আগেই খুলনা যাচ্ছেন মাশরাফিরা।

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন টাইগাররা। এশিয়া কাপকে লক্ষ্য রেখে ৩১ জানুয়ারি পর্যন্ত খুলনায় থাকবেন টাইগাররা।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।