পৃষ্ঠপোষকদের কাছ থেকে প্রতিশ্রুতি পেল বাফুফে


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

চতুর্থবারেরমত বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে শুক্রবারই উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটির। তার আগে বৃহস্পতিবার ঢাকায় বাফুফে ভবনে বঙ্গবন্ধু গোল্ড কাপের স্পন্সরদের পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানে এসে স্পন্সর প্রতিষ্ঠানগুলো জানাল, তারা ফুটবলে নিজেদের সহায়তার হাত আরও প্রসারিত করতে চায়। এবারই নয়, শুধু আগামীতেও তারা যুক্ত থাকবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে। তবে, এবারের এই টুর্নামেন্টটিতে স্পন্সররা কত টাকা দিচ্ছে সে তথ্যই মিডিয়ার সামনে প্রকাশ করলো না বাফুফে কিংবা স্পন্সর প্রতিষ্ঠানের কেউই।

টুর্নামেন্টের স্বত্ত্বাধিকারী এবং প্রচার স্বত্ত্বাধিকারী চ্যানেল নাইনের পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীসহ আরও উপস্থিত ছিলেন প্রেজেন্টিং স্পন্সর এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, সহযোগী পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকো এবং বিএবি’র প্রতিনিধি নুরুল ফজল বুলবুল, অফিসিয়াল ডমিস্টিক এয়ারলাইন পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) কামরুল ইসলাম, অফিসিয়াল ফুড পার্টনার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ডিপার্টমেন্ট অব ব্র্যান্ডের ইনচার্জ এটিএল ইনচার্জ ইফতেখার হোসেন, অফিসিয়াল ড্রিঙ্কস পার্টনার মাম-এর এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার নাহিদ ইউসুফ, অফিসিয়াল আইএসপি পার্টনার আমরা নেটওয়ার্কের ব্যবস্থাপক এমএম মনজুর মোরশেদ, বাংলাদেশ জাতীয় ফুটবর দল এবং বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের অফিসিয়াল পার্টনার লোটো সাধারণ ব্যবস্থাপক এলডি সনাথ পুষ্পকুমারা।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়িশন অফ ব্যাংকসের প্রতিনিধি নুরুল ফজল বুলবুল তাদেও প্রতিশ্রুত ১৪ কোট টাকার মধ্যে দুই কোটি টাকার চেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের হাতে তুলে দেন। এর আগে ফুটবলের উন্নয়ন খাতে দুই বারে চার কোটি টাকা করে মোট আট কোট টাকা দিয়েছে তারা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্য দেয়ার পরই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবে রুপ নেয়নি।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।