ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মালদ্বীপ যাচ্ছে ভলিবল দল
গত ডিসেম্বরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপের আসর বসেছিল। ওই আসরে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হেরেছিল মালদ্বীপ। দ্বীপ দেশটির বিপক্ষে আবার লড়াইয়ে নামবে আল জাবির-হরষিৎ বিশ্বাসরা।
মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে ভলিবলের সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশ দল সফর করবে দ্বীপ দেশটিতে। সেখানে মালদ্বীপ জাতীয় দলের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি।
১৪ জন খেলোয়াড়, ২ জন কোচ ও ২ জন কর্মর্কতা- এই ১৮ জনের দল মালদ্বীপ যাবে ৬ ফেব্রুয়ারি। এর আগে দলের সবাইকে করোনা পরীক্ষা করানো হবে।
দলনেতা ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুল জাগো নিউজকে বলেছেন, 'আমরা ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের করোনা পরীক্ষা করাবো। কারণ, বলা যায় না কার কি ফলাফল আসে। যাদের নেগেটিভ রেজাল্ট আসবে তাদের নিয়েই যাবো মালদ্বীপে।'
দলের সঙ্গে স্থানীয় দুই কোচ এমাদুল হক ও শফিকুর রহামান যাচ্ছেন। ম্যানেজার হিসেবে থাকবেন আতাউর রহমান।
আরআই/আইএইচএস/