তবু ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপে লজ্জাস্কর ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হারের পর মালদ্বীপের কাছে হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। যদিও শেষ ম্যাচে ভূটানকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। তবুও ফিফা র্যাংকিংয়ে তিনধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে দেখা যাচ্ছে ১৮২তম স্থান থেকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৭৯তম স্থানে।
সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৭। গত মাসে পয়েন্ট ছিল ৭৮। সাফের নতুন চ্যাম্পিয়ন ভারতও এগিয়েছে তিন ধাপ। ১৬৬ থেকে এগিয়ে তারা এখন অবস্থান করছে ১৬৩তম স্থানে। সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে আফগানিস্তান। যদিও তিন ধাপ পিছিয়ে পড়েছে তারা। আফগানদের অবস্থান ১৫৩তম স্থানে। তিন ধাপ এগিয়ে মালদ্বীপের অবস্থান ১৫৭তম।
নতুন প্রকাশিত এই তালিকায় শীর্ষ দমটি দলের মধ্যে কোন পরিবর্তণ নেই। ইডেন হ্যাজার্ড, থিবাত কুর্তোস আর মারুয়ানে ফেল্লাইনিদের বেলজিয়ামই রইলো শীর্ষে। দুইয়ে রইল আর্জেন্টিনা, তিনে স্পেন, চারে জার্মানি, পাঁচে চিলি, ছয়ে ব্রাজিল, সাতে পর্তুগাল, আটে কলম্বিয়া, নয়ে ইংল্যান্ড এবং দশে রইল অস্ট্রিয়া। শুধু শীর্ষ ১০টিই নয়, শীর্ষ ২২টি দেশের মধ্যে কোন পরিবর্তণ নেই। আগের অবস্থানেই রইলো তারা।
এশিয়ান দেশগুলোর মধ্যে শীর্ষে রইলো ইরান। দুই ধাপ এগিয়েছে তারা। ফিফা র্যাংকিংয়ে অবস্থান ৪৩তম। দুইয়ে দক্ষিণ কোরিয়া, তিনে জাপান।
আইএইচএস/এমএস