মেলায় কিস্তিতে আইফোন!
গ্রামীণফোন স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো উপলক্ষে প্রথমদিনে গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু করেছে প্রতিষ্ঠানটি। দেশের শীর্ষস্থানীয় এই টেলিকম অপারেটর অ্যাপল এর আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ মাসিক কিস্তির ব্যবস্থা করেছে।
প্রতিষ্ঠানের স্টার গ্রাহকগণ মাসিক ২ হাজার ৫ শ’ ৬৩ টাকা এবং সাধারণ গ্রাহকগণ ৫ হাজার ১ শ’ ২৫ টাকা কিস্তিতে আইফোন কিনতে পারবেন। এছাড়াও গ্রাহকরা পাচ্ছেন অ্যাপলের একবছর মেয়াদী ওয়ারেন্টি এবং হেভি ডিউটি নন স্টপ ইন্টারনেট প্যাকেজে ৫০ শতাংশ ডিসকাউন্ট।
৩০ দিন মেয়াদী এই প্যাকেজ পরবর্তী দুই মাসে মোট ৮ বার কেনা যাবে। আর থাকছে বিনামূল্যে ০১৭১১ সিরিজের একটি মোবাইল সংযোগ।
সবার জন্য ইন্টারনেট উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে ইন্টারনেট সংযোগ পৌছে দিতে অগ্রণী ভূমিকা পালন করা গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ দুটি অফার গ্রাহকরা ১৫ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট পাবেন *5000*150# ডায়াল করে মাত্র ১৫০ টাকায় এবং মাত্র ৪৫ টাকায় ৭দিন মেয়াদি ৩০০ এমবি ইন্টারনেট পাবেন *5000*109# ডায়াল করে।
এছাড়াও এক্সপোতে উদ্বোধন করা হবে ইনটেক্স এর আইরিস্ট স্মার্টওয়াচ। মেলায় দর্শকরা গ্রামীণফোনের স্টলে দেখতে পাবেন এটি। আগামী ১০ জানুয়ারি থেকে এটি বিক্রি শুরু হবে।
গ্রামীণফোনের ওয়াওবক্স ব্যবহারকারীগণ তাদের ফোনের অ্যাপটি দেখিয়েই বিনামূল্যে এক্সপোতে প্রবেশ করতে পারবেন। বর্তমানে গ্রামীণফোনের ৫ দশমিক ৭ কোটি গ্রাহক আছে যাদের মধ্যে ১ দশমিক ৫ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক, যা দেশের যেকোনো অপারেটরের চেয়ে বেশি। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, এ বছরের জুন মাসের মধ্যে তারা নিজেদের ১০ হাজার বেস স্টেশনকে থ্রিজিতে রূপান্তরিত করবে।
আরএম/এসএইচএস/এমএস