ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর ক্ষোভ ঝাড়লেন পাইলট


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

পরপর দু`দফা বাংলাদেশ ক্রিকেটকে অপমান করেছে অস্ট্রেলিয়া। এটা শুধু এ দেশের ক্রিকেটেরই নয়, এটা সমগ্র বাংলাদেশের ভাবমূর্তিকে অপমান করা। সুতরাং স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ বাংলাদেশের হাজারো ক্রিকেটপ্রেমী। নিজের ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘অস্ট্রেলিয়ার এমন আচরণে অন্যান্য দেশগুলোও অজুহাত দেখানোর সুযোগ খুঁজে পাবে।’

বাংলাদেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পাইলট বলেন, ‘এ ধরণের অজুহাত দেখালে অন্য যে সকল দেশ বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে ইতিবাচক ভাবনা-চিন্তা করে না, তারাও একই ধরণের অজুহাত দেখাতে পারে। অন্যদিকে, সদ্য সমাপ্ত বিপিএলে যদি এতো খেলোয়াড়কে হোটেলে নিরাপত্তা দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় না অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের খেলোয়াড়দের বেলায় এর ব্যত্যয় ঘটবে।`

এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে দারুণ সফল আয়োজন করে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। সেখানে অস্ট্রেলিয়ার এ অজুহাত দেশের ক্রিকেটীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন পাইলট। পাশাপাশি এই বিষয়ে আইসিসিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে পাইলট বলেন, ‘আসলে আইসিসির কাছে নুন্যতম জবাবদিহিতা থাকা উচিৎ। তাদের যদি নিরাপত্তা নিয়ে সমস্যা থাকে তাহলে তাদের দেশের সরকার আমাদের দেশের সরকারের সঙ্গে বসে বসুক এবং বলুক তারা কি ধরণের নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের কাছে এমন কি প্রমাণ আছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া সমালোচনাও করেন পাইলট। এখন তার প্রত্যাশা এই আসরের সফল আয়োজন করেই এর দাঁতভাঙ্গা জবাব দেবে বাংলাদেশ। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশের মোট আটটি ভেন্যুতে শুরু হবে যুবাদের বিশ্বকাপ। বাংলাদেশসহ বিশ্বের ১৬টি ক্রিকেট জাতি অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।