দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরতে পারব: নাদাল
সাড়ে পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই। দুই সেটে পিছিয়ে পড়ার পর এমন এক জয়! রোববার মেলবোর্ন পার্কে টেনিস ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন ঘটালেন রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬(৫)-৭(৭), ৬-৪, ৬-৪ এবং ৭-৫ সেটে হারিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল।
অথচ এই মানুষটি দেড় মাস আগেও জানতেন না, আর কখনও টেনিস কোর্টে ফিরতে পারবেন কি না! ইতিহাস গড়ার পর তাই ভীষণ আবেগী হয়ে পড়লেন স্প্যানিশ কিংবদন্তি।
গোড়ালির চোটটা ভোগাচ্ছে বেশ। গত বছরও অস্ত্রোপচারের পর ক্রাচ নিয়ে হাঁটাচলা করেছেন। সেই নাদালই এবার ফিরলেন রাজার বেশে। সব যন্ত্রণা মুখ বুঁজে সহ্য করে লিখলেন ইতিহাস।
ম্যাচের পর নাদাল বলেন, ‘দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরে আবার টেনিস খেলতে পারব কি না। কেউ জানেও না যে কী পরিমাণ লড়াই করে আমাকে ফিরতে হয়েছে। আজ আমি ট্রফি নিয়ে আপনাদের সামনে।’
তবে এখন নিজের ওপর নতুন করে বিশ্বাস জন্মেছে। তাই সামনের বছরও অস্ট্রেলিয়ান ওপেনে খেলার আশা ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ডের। বললেন, ‘কিছুদিন আগেও আমাকে প্রশ্ন করলে হয়তো বলতাম এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু এখন আমার পাশে এই ট্রফিটা থাকার পর মনে হচ্ছে, শরীরে নতুন শক্তি এসেছে। তাই সামনের বছরও আমাকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে।’
এমএমআর/জেআইএম