প্রজন্ম লীগ নেতা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
যশোর জেলার প্রজন্ম লীগের প্রচার সম্পাদক আমিনুর রহমান বাপ্পী হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক এম এ রব হাওলাদার বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- সুমন চৌধুরী, রায়হান, রকি, সবুজ, জাহাঙ্গীর, সোহাগ ও নাহিদ আলম নয়ন। খালাস পেয়েছেন শামীম চৌধুরী ও একরামুল ইসলাম ইকু।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১১ মার্চ দুুপুরে যশোরের চাঁচড়া নাসিমের চায়ের দোকানের গলির মধ্য কুপিয়ে হত্যা করা হয় আমিনুর রহমানকে। এই ঘটনায় নিহতের বাবা মো. মনির হোসেন মনি বাদী হয়ে ৮ জনকে আসামি করে যশোর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শোয়েব উদ্দিন আহমেদ তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর ৯ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। মামলায় ২০ জনের মধ্য ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।
আলমগীর হান্নান/এসএস