সাকিবের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের টার্গেট ২৮২


প্রকাশিত: ১১:৪১ এএম, ২১ নভেম্বর ২০১৪

সাকিব আল হাসানের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে সফরকারী জিম্বাবুয়েকে ২৮২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

শুরু মাত্র ৩১ রানেই তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। এর পর মুমিনুল হককে নিয়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন সাকিব। তবে বেশিক্ষণ এগিয়ে যেতে পারেননি মুমিনুল। সাকিবের সাথে ৩৯ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি।

তবে পঞ্চম উইকেটের রেকর্ড জুটিতে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন সাকিব ও মুশফিকুর রহিম। ১৪২ বলে ১৪৮ রানের জুটি গড়েন তারা।

৯৯ বলে ১০১ রান করে বিদায় নেন সাকিব আল হাসান। এটি সাকিবের ষষ্ঠ শতক। চার বছর পর শতক পেলেন এই অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মুশফিকুর রহিমও। বিদায় নেয়ার আগে ৭২ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ৬৫ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।