যুব বিশ্বকাপে অংশ নিতে সমস্যা নেই কিউইদের


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

নিরাপত্তার অজুহাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার এমন ঘোষণার পর অন্য দলগুলো কি করে সেটাই ছিল আলোচনার বিষয়। বিশেষ করে নিউনিজল্যান্ডকে নিয়ে ছিল দুশ্চিন্তা। তবে অজিদের প্রতিবেশী নিউজিল্যান্ডের বাংলাদেশে বিশ্বকাপ বিশ্বকাপে অংশ নিতে সমস্যা নেই।

এ বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ডেভিড হোয়াইট জানিয়েছেন, ‘বহুদিন থেকেই আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছিলাম। আইসিসি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আমাদের নিরাপত্তার পূর্ণ আশ্বাস দেয়া হয়েছে। তাতে আমাদের মনে হয়েছে বাংলাদেশে আমাদের খেলোয়াড়দের পাঠাতে কোনো অসুবিধা নেই। আমরা যুব বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপে না আসা নিয়েও কথা বলেছেন হোয়াইট। বলেছেন, ‘অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে সতর্কবার্তা দেওয়ায় তাঁরা নাম তুলে নিয়েছে। কিন্তু আমাদের তেমন মনে হয়নি। মনে হয়েছে ওখানে খেলতে গেলে আমাদের দেশের খেলোয়াড়দের কোনো ক্ষতি হবে না। তাই আমরা টুর্নামেন্টে অংশ নিচ্ছি।’

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।