শিরোপা জয়ের স্বপ্নে ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হোসে মরিনহোর দল চেলসি। ব্লুদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তারপরও আশাবাদী কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। তার মতে, এখনো শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়নি ম্যানসিটির।
প্রিমিয়ার লিগের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও বাজে পারফর্ম করেছে সার্জিও আগুয়েরোরা। সবধরনের প্রতিযোগিতায় মিলে শেষ ৬টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ম্যানসিটি। এমন পরিস্থিতিতে শনিবার প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে সোয়ানসি সিটির বিপক্ষে খেলতে নামবে পেল্লেগ্রিনির শিষ্যরা।
তবে মাঠে নামার আগে দলকে দারুণভাবে প্রেরণা দিচ্ছেন সিটি বস। বলেছেন, প্রিমিয়ার লিগে এখনো অনেক ম্যাচ বাকি আছে। তাই ঠিক পথে থাকলে বছর শেষে আমরাই সেরা দল হব।
চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক ভিসেন্ট কোম্পানি। তবে শনিবার নাও খেলতে পারেন প্লে মেকার ডেভিড সিলভা।