কক্সবাজারে বাণিজ্য মেলায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

কক্সবাজার হোটেল-মোটেল জোনে চলমান বাণিজ্য মেলা এলাকায় এবার তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেরর বলে খবর পাওয়া গেলেও তাদের মাঝে দু’জনের পরিচয় পাওয়া গেছে। বুধবার রাত ৯টার দিকে হোটেল সি-প্যালেস’র সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আনছার উল্লাহ ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন। অন্যান্যদের পরিচয় এখনো জানা যায়নি।

আহত সাজ্জাদ হোসেন জানান, কলাতলি বাণিজ্য মেলায় এলাকার ছোট ভাইদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। আমরা সে ঘটনা মীমাংসা করতে সেখানে গেলে চিহ্নিত সন্ত্রাসী রিদুয়ানের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়। তিনি জানান, আহত আনসারের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে আনসারের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাণিজ্য মেলায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত আনছার উল্লাহর অবস্থা গুরুতর।

কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।