বন্ধ হলো আইসিডিডিআরবি’র এইচআইভি টেস্টিং সেন্টার


প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

বন্ধ হয়ে গেল আইসিডিডিআরবি’র এইচআইভি পরীক্ষা ও পরামর্শ কেন্দ্র (জাগরি)। ১৪ বছর পরিচালনার পর চলতি মাস থেকে এ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এইচআইভি এইডস সম্পর্কিত তথ্য উপাত্ত সারাদেশেই পাওয়া যায় । আগে গ্রামগঞ্জে কুসংস্কারের জন্য মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে উদ্বুদ্ধ না হলেও বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গোপনায়তা বজায় রেখে সহজেই পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ পাচ্ছেন। তাই জাগরি বন্ধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে ইসিডিডিআরবি জাগরির সকল ভোক্তা, কর্মকর্তা, কর্মচারী সকলেই ধন্যবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে জাগরির যাত্রা শুরু হয়। ইউএনএইডসের কারিগরি সহযোগিতায় এ পর্যন্ত আনুমানিক ১১হাজার মানুষের এইচআইভি পরীক্ষা ও পরামর্শ দেয়া হয়েছে।  

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।