সিডনিতে তৃতীয় দিনও গেল বৃষ্টির পেটে


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

প্রথম দিন খেলা হয়েছিল ১৫ ওভার কম। দ্বিতীয় খেলা হয়েছিল মাত্র ১১.২ ওভার। তৃতীয় দিন এসে আর বলই গড়াতে পারলো না মাঠে। ফলে, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনটাও পুরোপুরি চলে গেলো বৃষ্টির পেটে।

সিডনিতে আগেরদিন থেকেই মুষলধারে বৃষ্টি। যা অব্যাহত ছিল তৃতীয় দিনও। সারাদিন বৃষ্টির কারণে দু’দলের খেলোয়াড়দের কেউই মাঠে নামতে পারেননি। অস্ট্রেলিয়ার মাটিতে গত ২০ বছরে এ নিয়ে তৃতীয়বারেরমত কোন টেস্টের পুরো একটি দিন বৃষ্টির কারণে বল মাঠে গড়াতে পারলো না।

বৃষ্টিতে যেভাবে তিন দিনের অধিকাংশ সময় নষ্ট হয়ে গেলো, তাতে করে সিডনি টেস্টের ভাগ্য যে কি সেটা এখন অনেকটাই অনুমেয়। নিশ্চিতই সেটা ড্র হওয়ার পথে এগিয়ে চলেছে। প্রথম দিন ৭৫ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিল ৬ উইকেট হারিয়ে ২০৭ রান। দ্বিতীয় দিন ৬৮ বল খেলে সেই ইনিংসে নিয়ে গিয়েছিল ২৪৮ রানে। উইকেট পড়েছিল আরও একটি। অথ্যাৎ, ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান। ক্রিজে রয়েছেন ৩০ রান নিয়ে দিনেশ রামদিন এবং কোন রান না করে কেমার রোচ।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।