মুম্বাই বিস্ময় বালকের একাই ১০০৯* রান!
অবিশ্বাস্য, অসাধারণ! কী বিশেষণে বিশেষায়িত করা যাবে তাকে। মাত্র ১৫ বছর বয়স। অতটুকুন বয়সে কী অবিশ্বাস্য কাণ্ডটাই না ঘটিয়ে দিলো মুম্বাইয়ের বালক প্রনব ধানওয়াড়ে। ক্রিকেটে অনেক রেকর্ডই হয়ে থাকে। সে সব রেকর্ডেরও তো একটা সীমা থাকে। বিশ্বাসের একটা মাত্রা থাকে। কিন্তু কেউ যদি এক ইনিংসেই ১০০৯ রানে অপরাজিত থাকে, তাহলে তাকে কোন সীমায় আবদ্ধ করা যায়!
প্রনব ধানওয়াড়ে যে কাণ্ড ঘটিয়েছে তাকে সত্যি সত্যি কোন সীমানা নির্ধারণ করা অসম্ভব। সম্ভব নয় তার মাহাত্ম্য বর্ণনা করাও। ইতিহাসের নতুন একটি পাতা নয়, নতুন একটি ভলিউমই খুলে বসতে হবে তার জন্য। হোক না সেটা স্কুল ক্রিকেটে; কিন্তু প্রনব ধানওয়াড়ে যে বিস্ময় সৃষ্টি করেছে তা এক কথায় অবর্ণনীয়। মুম্বাইয়ের একটি স্কুল ক্রিকেট টুর্নামেন্টে টানা দু’দিন ব্যাট করে ৩২৭ বলে ১০০৯ রানে অপরাজিত রয়েছে ১৫ বছর বয়সী বালক ধানওয়াড়ে।
আগের দিনই ১১৭ বছর টিকে থাকা একটি রেকর্ড ভঙ্গ করেছিল ধানওয়াড়ে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ত:স্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে সোমবার আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে কেসি গান্ধী স্কুলের হয়ে প্রথম দিনেই ১৫ বছরের এই বালক অপরাজিত ছিল ৬৫২ রানে। বল খেলেছিল মাত্র ১৯৯টি।
১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলে স্কুল ক্রিকেটে অপরাজিত ৬২৮ রান করে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন আর্থার এডওয়ার্ড কলিন্স। যে কোন পর্যায়ে যে কোন ফরম্যাটে ওটাই ছিল এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ১১৭ বছর পর এসে মুম্বাইয়ের স্কুল বালক ধানওয়াড়ে সে রেকর্ড ভেঙে দিয়েছিল মাত্র একদিনে। তাতেও যদি থেমে থাকতো ধানওয়াড়ের ইনিংস, তাতেও না হয় স্বস্তি পেতো ইংলিশরা।
কিন্তু ধানওয়াড়ে থামেনি। দ্বিতীয় দিন এসে আরও চড়াও হয়েছে তার ব্যাট। দু’দিনের এই ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চের আগেই ৯২১ রান করে ফেলে সে। দ্বিতীয় সেশনে এসে অবিশ্বাস্য ১০০০ রানের মাইলফলক স্পর্ষ করে ফেলে ধানওয়াড়ে। বল লেগেছিল ৩১৭টি। অবশেষে সে যখন ১০০৯ রানে অপরাজিত, তখন তার দল ইনিংস ঘোষণা করে।
আরিয়া গুরুকুল স্কুলের সামনে তখন কেসি গান্ধী স্কুলের দলীয় সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৪৬৫। এটাও কি ভাবা যায়! এক ইনিংসে কোন দলের দলীয় সংগ্রহ ১৪৬৫ রান! সত্যিই অবিশ্বাস্য। আর ধানওয়াড়ে তার নিজের ইনিংসটি সাজিয়েছিল ১২৯টি বাউন্ডারি আর ৫৯টি ছক্কায়।
ইংলিশ ব্যাটসম্যান আর্থার অ্যাডওয়ার্ড কলিন্সের রেকর্ড ভাঙ্গার আগে, ধানওয়াড়ে ভেঙেছিল দু’বছর আগে মুম্বাইরই আরেক বালক (১৪ বছর বয়সী) পৃথ্বি পঙ্কজ শাওয়ের ৫৪৬ রানের রেকর্ড। ২০১৩-১৪ মওসুমে মুম্বাইয়েরই হ্যারিস শিল্ড টুর্নামেন্টে এই রেকর্ড গড়েছিল সে। যে কোন ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে ওটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। এবার সেটা তো ধানওয়াড়ে শুধু ভাঙেইনি, রেকর্ডটাকে নিয়ে গেছে একেবারে ধরাছোঁয়ার বাইরে।
প্রথমদিন ৬৫২ রানে অপরাজিত থাকার পর হিন্দুস্থান টাইমসকে ধানওয়াড়ে জানিয়েছিল, ভারতের স্কুল ক্রিকেটে রেকর্ড ভাঙার দিকেই নজর ছিল তার। ওই সময় সে বলেছিল, ‘আমি সব সময়ই একজন বিগ হিটার। যখন ম্যাচে খেলতে নেমেছিলাম, তখন ভাবতেই পারিনি যে রেকর্ডটা ভাঙতে পারবো। তাতে আমার ফোকাসও ছিল না। আমি শুধু আমার স্বাভাবিক খেলাটা খেলে গেছি। যা এক সময় আক্রমণাত্মক হিসেবে রূপ পেয়েছিল।’
রেকর্ডের কথা কখন জেনেছিল ধানওয়াড়ে। সেটাও জানিয়েছে সে। বলল, ‘যখন ৩০০ পার হয়েছি, তখনই আমার কোচ হ্যারিস শর্মা বলেছিলেন আরও ভালোভাবে খেলে যেতে। আমি বিশ্বরেকর্ডের কথা কখনও জানতাম না। তবে আমরা ভারতের রেকর্ডটির (শাওয়ের ৫৪৬) কথা জানতাম।’
আইএইচএস/আরআইপি