ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতার চেম্বারে হামলার ঘটনায় মামলা
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুর চেম্বারে বিদ্রোহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার সন্ধ্যায় অ্যাড. মোস্তাক আলম টুলু বাদী হয়ে রুবেল, জুম্মন খানের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুর চেম্বারে বিদ্রোহী ছাত্রলীগের মিজান গ্রুপের রুবেল, জুম্মনসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে শহরের হলপাড়া চেম্বারে হামলা চালিয়ে কাগজপত্র তছনছ ও আসবাবপত্র ভাঙচুর করে পালিয়ে যায়।
ঠাকুরগাঁও জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, আমি ব্যক্তিগত কাজে হরিপুর উপজেলা থাকাকালীন দুপুর ২.৩০ মিনিটে বিদ্রোহী ছাত্রলীগের মিজান গ্রুপের রুবেল, জুম্মনসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের করেছি।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুর চেম্বারে হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল এহ্সান রিপন/এসএস/এমএস