ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

নতুন বছরের প্রথম দুই কার্যদিবস দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের  উভয় শেয়ারবাজারে মূল্য সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ২৫ চেয়ে পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১৬৯ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি টাকা। মঙ্গলবার ডিএসইতে মোট ৩২৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৮৩ টির আর অপরিবর্তিত আছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫১ পয়েন্ট  বেড়ে ৮ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১ পয়েন্ট, সিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৪৭ এবং সিএএসপিআই সূচক  ৮৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, কমেছে ৭১ টির আর অপরিবর্তিত আছে ২৪ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৮ টাকা।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।