সোনারগাঁওয়ে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় মানববন্ধন


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে স্থানীয় এক ইউপি সদস্যসহ সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকার সচেতন মহল। একপর্যায়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায়ও অবস্থান নেয় তারা।   

সোমবার উপজেলা পরিয়দ চত্বরে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা পিরোজপুর ইউপি’র ৭নং ওয়ার্ড সদস্য মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।  

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মোল্লা বাড়ি ফেরার সময় মোশারফের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মানববন্ধন ও সভায় বক্তব্য রাখেন শ্রমিকলীগ সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও শহীদ সরকার প্রমুখ।

শাহাদাত হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।