ইয়েমেনের এডেনে কারফিউ জারি
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের শহর এডেনে কারফিউ জারি করা হয়েছে। দেশটিতে রোববার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭ জনের প্রাণহানির পর এ কারফিউ জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, আল কায়েদা ও আইএস জঙ্গিরা দেশটির সহিংসতার জন্য দায়ী।
এডেন নিরাপত্তা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সময় সোমবার রাত ৮টা থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, রোববার এডেনে বন্দরে ভয়াবহ সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার পর কারফিউ জারির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিহতদের মধ্যে এক কর্নেলসহ নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য রয়েছে।
গত বছরের মার্চে শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের হুমকিতে ইয়েমেন ছাড়তে বাধ্য হন জাতিসংঘ সমর্থিত সরকারের প্রেসিডেন্ট আবেদ রাব্বা মনসুর হাদি ও প্রধানমন্ত্রী খালেদ বাহা। এরপর উত্তর ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের কবল থেকে ইয়েমেনকে মুক্ত করতে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এরপর থেকেই দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে।
এসআইএস/পিআর