ভূমিকম্পে রাবি কর্মচারীর মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডি এলাকার বাসিন্দা।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ প্রফেসর আশরাফ-উজ-জামান বলেন, সোমবার ভোর ৫ টা ৫ মিনিটে ৬.৮ মাত্রায় সারাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় খলিলুর রহমান ভয়ে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি নিজ বাসাতেই মারা যান।

এদিকে, ভূমিকম্পে আহত হয়ে এ পর্যন্ত কেউ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।