ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যানসিটির জয়
প্রতিপক্ষের মাঠে জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছর শুরু করলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
নিজেদের মাঠে শুরু থেকে দারুণ খেলেতে থাকে ওয়াটফোর্ড। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। কিন্তু আলমেন আবদির শট লক্ষ্যভ্রষ্ট হলে এ যাত্রায় গোল পাওয়া হয়নি তাদের। এরপর আবারো ১৫ মিনিটে গোলের সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু এবার গোলরক্ষক জো হার্টের কল্যাণে বেঁচে যায় সিটি।
স্বাগতিকদের শুরুর চাপ সামলে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পাল্টা আক্রমণে যায় সিটি। ম্যাচের ২৯ মিনিটে এগিয়েও যেতে পারত দলটি। কিন্তু ফের্নানদিনিয়োর প্রচেষ্টাটি ব্যর্থ করে দেন ওয়াটফোর্ডের গোলরক্ষক। বাকি সময় গোল না হলে গোল শুন্য থেকেই বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সিটি। এ সময়ে বেন ওয়াটসনের কর্নারে সিটি ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের মাথা ছুঁয়ে বল জালে জড়ায়। পিছিয়ে পড়ে ওয়াটফোর্ডের উপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় সিটি। তার সুফল ৮১ মিনিটেই আসে। কোলারভের কর্নারে দারুণ এক ভালিতে সমতা আনেন তোরে। এরপর ৮৪ মিনিটে আবারো গোলের দেখা মেলে সিটির। এবার গোলটি করেন সার্জিও আগুয়েরা।
ম্যাচের নির্ধারিত সময়ের আগে খেলায় ফিরতে প্রাণপণ চেষ্টা চালিয়েও কোন লাভ হয়নি ওয়াটফোর্ডের। শেষ পর্যন্ত ২-১ জয় নিয়ে মাঠে ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সিটি।
এমআর/এমএস