প্রথম দিনটা ইংল্যান্ডের


প্রকাশিত: ০৫:১০ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

পেসার কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ের পরও অ্যালেক্স হেলস, জো রুট ও বেন স্টোকসের ফিফটিতে কেপটাউন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ৩১৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে সফরকারী ইংলিশরা।

নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে অ্যালিস্টার কুক-হেলসের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ইংল্যান্ড। অধিনায়ক কুক ২৭ রানে সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নেন হেলস।

হেলস ৬০ রানে সাজঘরে হাঁটার আগে নিক কম্পটনকে নিয়ে ৭৪ রান যোগ করেছেন। পরে কম্পটন ৪৫ রানে ফেরার পর জেমস টেইলরকে শুন্য রানে দ্রুতই হারিয়ে চাপে পড়েছিল সফরকারীরা। কিন্তু স্টোকস-জনি বোয়াস্টো আবারো ইংল্যান্ডকে ম্যাচে ফেরান।

অপরাজিত ৯৪ রানের জুটি গড়ে উইকেটে থাকা স্টোকস ৭৪ ও বোয়াস্টো ৩৯ রানে দ্বিতীয় দিনের সংগ্রহটা এগিয়ে নিতে মাঠে নামবেন। এর আগে রুট ধারাবাহিকতা ধরে রেখে ফিফটির ঘরে সাজঘরে ফিরেছেন। প্রোটিয়াদের হয়ে রাবাদা ৩টি এবং মরকেল-মরিস ১টি করে উইকেট নিয়েছেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।