ফটোগ্রাফি ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান


প্রকাশিত: ১০:৪৯ পিএম, ০২ জানুয়ারি ২০১৬

লন্ডনে অনুষ্ঠিত ফটোগ্রাফি ও ই-কমার্স বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকায় জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘ডিজিটাল বাংলাদেশ : এ ল্যান্ড অব অপরচুনিটিজ’ স্লোগানকে সামনে রেখে ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনের ই১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল অ্যান্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা ২০১৫। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফটোগ্রাফি ও ই-কমার্স বিজনেস আইডিয়া প্রতিযোগিতা।

ই-কমার্স বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগি দল ডার্ক হর্স২৩ ১ম স্থান লাভ করে। তাদের আইডিয়ার টাইটেল ছিল দ্য ইউ বক্স। ২য় স্থান লাভ করে সিরিয়াল কিলার দল। তাদের আইডিয়ার টাইটেল ছিল ডিসকভার বাংলাদেশ এবং ৩য় স্থান লাভ করেছে কর্পোরেট উইনারস। তাদের আইডিয়ার টাইটেল ছিল জ্যাম ফ্রি বাংলাদেশ।

এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতায় ১ম বিজয়ী হলেন রাহাত মাহফুজ, ২য় বিজয়ী হলেন মীর মইনুল এবং ৩য় বিজয়ী হলেন জিয়াউল হক। উল্লেখ্য, ফটোগ্রাফি প্রতিযোগিতায় শাহরিয়ার সাইফ খান, আবদুল্লাহ আল হোসেন, সায়েন ইল কবীর, মো. সায়েম, ফামিদা হোসেন, নাফিউল হাসান নাসিম ও জাভেদ মিয়াদাঁদকে সার্টিফিকেট দিয়ে সন্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার জগতের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহেদ তমাল, ই-ক্যাবের উপদেষ্টা মোস্তাফা জাব্বার ও জাতীয় মহিলা সংস্থার পরিচালক অ্যাডভোকেট মমতাজ বেগম, ই-কমার্স মেলা ২০১৫- এর মেলা-সমন্বয়কারী মোহাম্মদ এহতেশাম উদ্দিন মাসুম ও সিসিও মরিয়ম সুলতানা উপস্থিত ছিলেন।

আরএম/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।