সিলেটে হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ
অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সিলেটবাসীর। বাংলাদেশ ক্রিকেটের একটি পূর্ণাঙ্গ সিরিজের আয়োজক হতে যাচ্ছে সিলেট। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই খেলতে যাচ্ছে বাংলদেশ এবং এই সিরিজটিরই স্বাগতিক হিসেবে নির্বাচন করা হয়েছে সিলেটকে। চলতি জানুয়ারি মাসেরই মাঝামাঝি সময়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। এর মধ্যদিয়ে প্রথমবারের মত সিলেটের কোন মাঠে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলতঃ জিম্বাবুয়ে সিরিজের খেলাগুলো সিলেটে স্থানান্তরিত করার আসল কারণ হলো অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কারণ, জিম্বাবুয়ে সিরিজের সময়ই শুরু হওয়ার কথা রয়েছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যে কারণে ঢাকা, চট্টগ্রামের কোন ভেন্যু পাচ্ছে না বিসিবি। সুতরাং, তৃতীয় বিকল্প হিসেবে সিলেটকেই বাছাই করে নিতে হয়েছে বিসিবিকে।
তিন কিংবা চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৪ জানুয়ারি জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে ম্যাচের সংখ্যা এবং সময় সূচি এখনো চূড়ান্ত হয়নি।
২০১৪ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ আয়োজন করেছিল সিলেট বিভাগীয় স্টেডিয়াম। এমনকি ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলোও অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামে।
আইএইচএস/পিআর