সাম্বা ডি’অর জিতলেন নেইমার


প্রকাশিত: ০৪:১০ এএম, ০২ জানুয়ারি ২০১৬

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নেইমার আগেই জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিনজনের তালিকায়। তবে ব্যালন ডি’অরের আগে আরেকটি অ্যাওয়ার্ড জিতলেন এই ব্রাজিলিয়ান অধিনায়ক। শুক্রবার নেইমারকে ‘সাম্বা ডি’অর’ হিসেবে জয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয়বারের মতো নেইমার এই অ্যাওয়ার্ড জিতলেন।

মূলত ইউরোপিয়ান শীর্ষ লিগে খেলা সেরা ব্রাজিলিয়ান তারকাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। ব্রাজিলের সাম্বাফুট কোম্পানি এই পুরস্কার দিয়ে থাকে। তিনটি ভোটার প্যানেলের সমন্বয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ক্রীড়া সাংবাদিক, কিংবদন্তী ফুটবলার ও ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটের সমন্বয় করে ‘সাম্বা ডি’অর’ অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

ভোটিংয়ে ২ লাখেরও বেশি মানুষ অংশ নেন। নেইমার এতে সর্বোচ্চ ৩৭.৮৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হন। বায়ার্ন মিউনিখের ডগলাস কস্তা ১৩.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং ইন্টারের মিডফিল্ডার ফিলিপ মেলো ৯.৩৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।