বরিশালে মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

বরিশালে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান এবং প্রচারনা মাস শুরু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জিলা স্কুল ক্যাম্পাসে ফেস্টুন উড়িয়ে প্রচারণা মাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

এর আগে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করেন এবং মাদককে না বলুন শপথ বাক্য পাঠ করান।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ খান, এনডিসি আসিফ আহম্মেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।