যা খেলেছি ঠিকই আছে: বড় হারের পর অধিনায়ক আশরাফুল
ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। প্রতিপক্ষ সব বিশ্ব হকির শক্তিশালী দল। প্রথম ম্যাচেই মুখোমুখি ভারতের বিপক্ষে। জয় কিংবা ন্যূনতম ড্রয়ের আশাও করেনি কেউ। তবে প্রত্যাশা ছিল মাঠে ভালো খেলা উপহার দেবে বাংলাদেশ জাতীয় হকি দল।
কিন্তু মেলেনি এর কানাকড়িও। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের আক্রমণই ঠেকিয়ে গেছে বাংলাদেশ। যেখান থেকে গুনে গুনে ৯টি গোল আদায় করে নিয়েছে ভারত। বড় পরাজয়েই আসর শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ।
বড় পরাজয়ের পর প্রস্তুতির অভাবকে বড় করে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। ম্যাচ শেষে তিনি বলেছেন, 'এ প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আমরা খুব বেশি সময় পাইনি।'
তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন নয় গোল হজম করাকেও স্বাভাবিকভাবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক, 'ভারত ভালো দল। সবদিক থেকেই তারা আমাদের চেয়ে গোছালো। তারা বিশ্বের অন্যতম পরাশক্তি। সে হিসেবে তাদের বিপক্ষে আমরা যা খেলেছি, আমি বলব তা ঠিকই আছে। আমাদের ভুলের কারণে কয়েকটা গোল বেশি হয়েছে। ভুলগুলো না হলে আমরা ২-৩ গোল কম হজম করতে পারতাম।'
তাহলে কী বনের বাঘের চেয়ে মনের বাঘেই খেয়েছে বাংলাদেশ দলকে? এ প্রসঙ্গে আশরাফুলের ভাষ্য, 'ভারত খেলছে, এটা মাথায় রেখে আমরা নার্ভাস ছিলাম- বিষয়টা এমন না। আমরা অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলছি না। এসময় তাদের খেলোয়াড়রা ৫০ থেকে ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এ অবস্থায় তাদের সঙ্গে আমাদের তফাৎ থাকবে- এটাই স্বাভাবিক। আমার মনে হয়, বাংলাদেশ নিজেদের জায়গায় আছে। ভারত এগিয়ে যাচ্ছে।'
এসএএস/আইএইচএস/