`নতুন বইয়ের অভাবে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য হতো`


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নতুন বই বিতরণের মধ্য দিয়ে প্রতিটি ছেলে মেয়ের মুখ উজ্জ্বল হবে। তাদের মন মানসিকতার সুপ্রসার ঘটবে। নতুন বই এর অভাবে এক সময় ক্লাসের শিক্ষাথীদের মধ্যে ধনী-গরিবের বৈষম্য লক্ষ্য করা যেত। আজ বই বিতরণের মধ্য দিয়ে ধনী গরিবের বৈষম্য দূর হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের সুশিক্ষা লাভের পরিবেশ তৈরি হয়েছে।

শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলার  প্রাথমিক পর্য়ায়ে ৫৭৭টি প্রতিষ্ঠানে ৮০ হাজার ৩শ ৯৯ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৫ হাজার ১শ ৬১ কপি বিতরণ করা হয়।

এর আগে ঝালকাঠি সরকারি বিদ্যালয় মাঠে মাধ্যমিক পর্যায়ে জেলার ৯০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ ৭৯ হাজার ১৯ জন শিক্ষার্থীকে মোট ১৬ লাখ ১৩ হাজার ৫৭৯ কপি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।

আতিকুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।