বড় বাঁচা বেঁচে গেলো পাকিস্তান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির বর্তমান দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের ভাগ্যরেখা মিলে গেলো এক বিন্দুতে। দুই দলই শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে পয়েন্ট নষ্ট করে।

ভারত ২-২ গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্রয়ের পর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান গোলশূন্য ড্র করেছে জাপানের বিপক্ষে।

মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। দুই দল একাধিক পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। তবে দুর্ভাগ্য জাপানের, শেষ মুহূর্তে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে পারেনি।

ডানদিক থেকে হিরোমাশা ওচিয়াই বল ধরে স্ট্রাইকিং সার্কেলে প্রবেশ করে গোলমুখে বাড়ান। এক-দেড় হাত দূরত্বে ছিলেন তানাক। কিন্তু বলে স্টিক ছোঁয়াতে পারেননি তিনি। গোলটি হলে সর্বশেষ আসরের যুগ্ম চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অসাধারণ এক জয় নিয়েই হোটেলে ফিরতে পারতো জাপানিরা।

ফিল্ড হকি মূহূর্তে মুহূর্তে রোমাঞ্চ ছড়ায়। সেটাই আরেকবার দেখালো পাকিস্তান-জাপান ম্যাচ। প্রায় সমশক্তির দুই দল খেলেছেও সমান তালে। গোল করার সুযোগ পেয়েছিল উভয়ই। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ফিনিশিং হয়নি কোনো পক্ষেরই।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।