‘যা পারি, যা শিখেছি সেটাই মাঠে প্রয়োগ করতে চাই’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

ঘরের মাঠে বাংলাদেশ এমন একটি টুর্নামেন্ট খেলতে নামছে, যে টুর্নামেন্টে একটি ম্যাচ জেতার আশা করা দিবাস্বপ্নের মতো। হকিতে এশিয়ার সেরা চার দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোর ফল কেমন হতে পারে তা অনুমেয়। বিশ্ব র‌্যাংকিংয়ে ভারত তিনে, কোরিয়া, জাপান ও পাকিস্তানের অবস্থান ১৬, ১৭ ও ১৮। আর বাংলাদেশ ৩৮তম স্থানে। বলা যায় অসম এক লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ।

তাহলে লক্ষ্যটা কি লাল-সবুজ জার্সিধারীদের? কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি পরিস্কার বলে দিয়েছেন,‌ ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃথা প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই। দলগুলো শক্তিশালী। এরপর তারা ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। বাংলাদেশ তো কয়েকদিন আগে নামলো অনুশীলনে।'

কোচের মতো নতুন অধিনায়ক আশরাফুল ইসলামও মনে করেন এই টুর্নামেন্টে বড় কোনো স্বপ্ন দেখে লাভ নেই। ‘ম্যাচ জিতবো- এটা বলাও হবে অবাস্তব। আমরা যা পারি, যা শিখেছি সেটাই মাঠে প্রয়োগ করতে চাই'- বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

Captain

‘বড় প্রতিযোগিতা, প্রতিপক্ষ অনেক বড়। আমরা সামর্থ্যর সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেককিছু শেখার আছে। ভারত অলিম্পিকের পদক জয়ী। অন্যদলগুলোও শক্তির বিচারে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা কোচের নির্দেশনা মাফিক খেলতে পারলে দল ভাল নৈপুণ্য দেখাবে বলে আমি বিশ্বাস করি।’

প্রতিপক্ষ দলগুলোর খেলার দলগুলোকে সমীহ করে বাংলাদেশ অধিনায়ক বলেছেন,‌ ‘এটা বড় টুর্নামেন্ট। দলগুলো অনেক শক্তিশালী। ওদের খেলার ধরণ, কৌশল আমরা দেখছি। কোচ সবগুলো বিশ্লেষণ করছেন। ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা খেলতে চাই। প্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এ ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালিয়েছেন কোচ। আমাদের ভাল খেলার পথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।'

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।