পাকিস্তানের কাছেও হেরেছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরুর আগে দুটি প্রীতিম্যাচ খেলে প্রস্তুতি সারলো বাংলাদেশ। জাপানের কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে, রোববার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আশরাফুলরা ৩-১ গোলে হেরেছে পাকিস্তানের কাছে।

সর্বশেষ আসরের যুগ্ম চ্যাম্পিয়ন দলটির সঙ্গে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৪৫ মিনিট। প্রথম কোয়ার্টার পূর্ণ ১৫ মিনিট হলেও পরের তিন কোয়ার্টার হয়েছে ১০ মিনিট করে।

প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ এগিয়ে যায় রাকিবুল হাসান রকির গোলে। এক গোল দিয়ে পরের চার গোল খেয়েছে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল।

শিরোপা জিততে ঢাকায় আসা পাকিস্তান দলটিকে সেভাবে সিরিয়াস খেলতে দেখা যায়নি। প্রকৃতপক্ষে একটি ওয়ার্মআপ সেশনই যেন শেষ করলো দুই দল।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে। পাকিস্তানের প্রথম ম্যাচ উদ্বোধনী দিনে জাপানের বিপক্ষে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।