জিততে চাই বলাটা ঠিক হবে না : আশরাফুল
মওলানা ভাসানী স্টেডিয়ামের ক্লাব হাউজে বসা এক দর্শকের রসিকতা- মালয়েশিয়া নাম প্রত্যাহার করায় টুর্নামেন্টে ৮-১০টি গোল এখন কম খাবে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষেই উদ্বোধনী দিনে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। দেশটির একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো দলকে ঢাকায় আসার অনুমতি দেয়নি মালয়েশিয়ান সরকার।
৬ জাতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি এখন ৫ দলের টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপান- সব দলই শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এই দলগুলোর বিপক্ষে জয় তো দুরের কথা ড্র’য়ের কথা বলতেও কয়েকবার ভাবতে হবে। বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম সেই বাস্তবতা মেনেই বলেছেন, ‘জিতবো বা ড্র করবো- এমন বলা বাস্তবসম্মত হবে না।'
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘স্বল্প সময়ের মধ্যে আমাদের দলটা প্রস্তুত করেছেন কোচ। এ প্রতিযোগিতায় আমাদের হারানোর কিছু নাই। আমরা অনেক কিছু অর্জন করতে পারি। প্রতিপক্ষ দলগুলো র্যাংকি-এ আমাদের চেয়ে এগিয়ে। যদি বলি শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা জিতব বা ড্র করব- তা বাস্তবসম্মত হবে না। আমরা ম্যাচগুলোতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই। এটাই প্রতিযোগিতায় আমাদের লক্ষ্য।'
নিজ দল প্রসঙ্গে আশরাফুল ইসলাম বলেছেন, ‘মঈনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও অসিম গোপ নিঃসন্দেহে ভাল খেলোয়াড়। তাদের পরিবর্তে যারা দলে সুযোগ পেয়েছেন, তারাও ভাল খেলোয়াড়। কোচের দৃষ্টিতে উল্লিখিতদের চেয়ে নবীনদের ভাল মনে হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে তিনি দল সাজিয়েছেন।'
ম্যাচ বাই ম্যাচ হিসেব করে এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘প্রতিদিনই প্রতিপক্ষ দলগুলোর ভিডিও ফুটেজ দেখছি। সে আলোকে কোচ পরিকল্পনা সাজাচ্ছেন। প্রতিযোগিতার প্রতি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এখানে বিশ্বমানের দল ও খেলোয়াড়রা এসেছেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। ফেডারেশনের কাছে একটাই দাবী থাকবে, আমাদের খেলাগুলো যাতে নিয়মিত হয়।'
আরআই/আইএইচএস/