ফাইনালে হারের পর আর্জেন্টিনায় সহিংসতা


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৪ জুলাই ২০১৪

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে অতিরিক্ত মিনিটে জার্মানির সঙ্গে ১-০ গোলে হারের পর রবিবার রাতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ পুলিশ আহত ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্স ও এপি’র।

দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাতের পর এক র‌্যালি থেকে একদল যুবক পাথর ছুড়ে ও দোকানপাটে হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে।স্থানীয় সময় রাত ৯টার পর শুরু হওয়া এ সহিংসতার সময় শিশুদের নিয়ে অনেক অভিভাবককে দৌড়ে পালাতে দেখা যায়।

প্রসঙ্গত, ব্রাজিলের মারাকানায় রবিবার অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে ১১৩ মিনিটে গোৎজে’র দেওয়া একমাত্র গোলে জয় পায় জার্মানি। এর ফলে দুই যুগ পর শিরোপা জয়ের স্বাদ পেল দলটি। অপরদিকে ২৪ বছর পর পঞ্চমবারের মতো ফাইনালে উঠে রানার্স আপ হয় আর্জেন্টিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।