নতুন বছরে জয়ের শুভেচ্ছা


প্রকাশিত: ০২:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকের ফেরিফাইড পেজে দেয়া এক স্ট্যাটাসে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

তাঁর স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের দ্বারপ্রান্তে এসে বাংলাদেশ আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জন করেছে। সর্বশেষ গণনা অনুযায়ী, ২৩৪ টি আসনের মাঝে ১৭৭টি আসনে আমরা বিজয় পেয়েছি। অন্য কোন প্রার্থী না থাকায় ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। আমাদের বিজয়ী মেয়র এবং কাউন্সিলরদেরকে অভিনন্দন জানাচ্ছি।

সারা দেশে ৩৫৫৫ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়েছে। এর মাঝে মাত্র ৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের সংবাদ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রের সংখ্যা মোট ভোটকেন্দ্রের সংখ্যার মাত্র ১%, যা বাংলাদেশের এ পর্যন্ত যে কোন নির্বাচনের সময়ে অনিয়মের তুলনায় নগণ্য। নির্বাচন কমিশন ঐ সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন এবং সেসব কেন্দ্রের ভোটগুলো বাদ দিয়ে ফলাফল নির্ধারণ করা হয়েছে।’

সজীব ওয়াজেদ জয়কে জাগো নিউজের পক্ষ থেকেও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।