ফলাফল খারাপ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা


প্রকাশিত: ১০:৫৭ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান খারাপ ফলাফল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।  বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

গণশিক্ষামন্ত্রী বলেন, আমরা ফল প্রকাশ করলাম। এরপরই পর্যালোচনা করা হবে। পর্যালোচনা করে যারা খারাপ ফলাফল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওইসব প্রতিষ্ঠানকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানকেই নয় যেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খারাপ করেছে সেই সব এলাকার শিক্ষা কর্মকর্তাকেও জবাবদিহিতা করতে হবে।

তিনি বলেন, আমরা সার্বিক বিবেচনায় ভালো সূচকেই আছি। এই ধারা অব্যাহত রাখতে হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে একযুগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।