মনিপুর উচ্চ বিদ্যালয়ে পিএসসি ও জেএসসিতে পাসের হার শতভাগ


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে পাসের হার শতভাগ। বিদ্যালয়ের অধ্যক্ষ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ হোসেন জানান, পিএসসি পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৭৮৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৪ জন। জেএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৯৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৯৩ জন।

অধ্যক্ষ আরো জানান, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ পাস সম্ভব হয়েছে। আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে তিনি আশা প্রকাশ করেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া ফলাফল অনুযায়ী পরীক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের গর্ভানিং বোর্ডে সভাপতি ও ঢাকা-১৫ আসনের এমপি কামাল আহমেদ মজুমদার।

জেইউ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।