আবারও নেপালের কাছেই স্বপ্নের সমাধি
চিরচেনা ঘাতক নেপালের হাতেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙ্গে গেল বাংলাদেশের। বুধবার জিন্নাহ স্টেডিয়ামে সেমিফাইনালে নেপালের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে সেই স্বপ্নের সলিল সমাধি ঘটল বাংলাদেশের মেয়েদের।
বাংলাদেশের মেয়েরা নেপালের বিপক্ষে নিজেদের সেরা খেলাটাই খেলেছে। প্রথমার্ধ জুড়ে তাই লড়াই হয়েছে সমানে সমান। কিন্তু ম্যাচে ভাগ্যদেবী সহায় হয়নি বাংলাদেশের। ম্যাচে একাধিক গোলের সুযোগ থাকার পরেও দুই দলের কেউ জালের ঠিকানা খুজে পায়নি। তাই কোন গোল ছাড়াই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেরও কোচ সুকিতো নুরিওর শিষ্যরা আক্রমণের ধারা বজায় রাখে। কিন্তু ৫৬ মিনিটে বাংলাদেশের সাফ স্বপ্নে কাল হয়ে আসে পেনাল্টি। আর পেলান্টি থেকে গোল করে নেপালকে এগিয়ে দেয় সাজনা রানা। নির্ধারিত সমেয়র মধ্যে বাংলাদেশ গোল শোধ করতে ব্যর্থ হলে ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়।
উল্লেখ্য, ২০১০ সালে প্রথম নারী সাফের সেমিতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সেবার বাংলাদেশের মেয়েদের ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে নেপাল।