স্বরূপকাঠীতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন : পুনঃনির্বাচন দাবি


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

সকাল থেকেই ভোটকেন্দ্র দখল, কেন্দ্র থেকে বিএনপির সমর্থকদের মারপিট করে বের করে দেয়া ও নৌকার এজেন্ট ও সমর্থকদের ব্যালট পেপারে সিল মারাসহ আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবিরের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ নির্বাচন চলাকালে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

তিনি তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে কোনো কোনো কেন্দ্রে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে রাখা হয়েছে।

ভোট শুরুর পূর্বে কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়। ২, ৩ ও ৮ নং ওয়ার্ডে আমার এজেন্টদের মারধর করা হয়েছে।

৩ নম্বর ওয়ার্ডে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে আমার ছেলে সাব্বিরকে মারধর করে বের করে দেয় নৌকার সমর্থকরা। সাব্বির আমার নির্বাচনী প্রধান এজেন্ট।

তিনি বরেন, আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবির স্বরূপকাঠীর বাহির থেকেও তার দলীয় ক্যাডার এনে ভোটকেন্দ্র দখলে নিয়ে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করেন।

তিনি দাবি করেন, আমার বিজয় নিশ্চিত জেনেই তারা প্রশাসনের সামনে যা ইচ্ছা তাই করে বিজয় ছিনিয়েছেন। আমি আবার নির্বাচন চাই।

হাসান মামুন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।