ভূঞাপুরে ব্যালট পেপার ছিনতাই : পুলিশের ফাঁকা গুলি
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বুথের মেয়র পদের ৪৪টি ব্যালট পেপার ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও একাধিক এজেন্টরা জনান, দুপুর ২টার দিকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে আওয়ামী সমর্থক একদল দুর্বৃত্ত ওই কেন্দ্রের ৬ ও ৭ নং বুথে ভোটার সেজে প্রবেশ করে মেয়র পদের ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা ৬ নং বুথের ৪৪টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও একই কেন্দ্রের ৭নং বুথের দুটি ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আব্দুস ছালাম জানান, কিছু সময়ের জন্য ভোট বন্ধ থাকার পর এখন আবারো ভোটগ্রহণ চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যে ৪৪টি ব্যালট পেপার ছিনতাই হয়েছে- তা গণনার সময় বাতিল করা হবে।
এআরএ/আরআইপি