প্রাণ ফ্রুটো বিএসজেএ মিডিয়া ক্রিকেটের ড্র অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:১০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

প্রাণ ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের জমজমাট ড্র, ট্রফি এবং জার্সি উম্মোচন অনুষ্ঠিত হয়ে গেলো আজ (বুধবার)। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, হেড অব মার্কেটিং আতিকুর রহমান।

২৪টি মিডিয়া হাউজ নিয়ে ১ জানুয়ারি থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে শুরু হবে সিক্স-এ সাইড প্রাণ-ফ্রুটো মিডিয়া কাপ ক্রিকেট। ২৪টি দলকে ভাগ করা হচ্ছে আটটি গ্রুপে। প্রতি গ্রুপে তিনটি করে দল। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতি গ্রুপের সেরা একটি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ জানুয়ারি।

ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি তামিম ইকবাল আয়োজনকারী বিএসজেএকে (বাংলাদেশ logoস্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন) ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্রীড়া সাংবাদিকরা হলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেযে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ক্রীড়া সাংবাদিকরা বাংলাদেশের দলীয় সাফল্য এবং ব্যাক্তিগতভাবে যারা ভালো করেন, তাদেরকে তুলে ধরেন সবার সামনে। সাংবাদিকদের ছাড়া ক্রিকেট এগিয়ে যেতে পারে না। তো, সেই সাংবাদিকরাই যখন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে নিজেরা খেলেন, তখন বিষয়টা খুবই আগ্রহের বিষয়। আমি এর আগেও শুনেছি টুর্নামেন্ট সম্পর্কে। এবার আসার সুযোগ হয়েছে। আশাকরি টুর্নামেন্টটা সফল হবে এবং খেলার মূল স্পিরিট এখানে বজায় থাকবে।’

প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বলেন, ‘প্রাণের পন্য নিয়ে আমরা আগে থেকেই ক্রিকেটের সঙ্গে কাজ করছি। পাকিস্তান সিরিজ, জিম্বাবুয়ে সিরিজে প্রাণ-ফ্রুটো কিংবা প্রাণ-আপ নিয়ে জড়িত হয়েছি। ক্রীড়া সাংবাদিকরা তো ক্রিকেটেরই বড় একটা অংশ। আরও একবার আমরা সাংবাদিকদের এই আয়োজনের সঙ্গে জড়িত হতে পেরেছি। ক্রিকেট যেমন নিজেদের সাফল্যে গর্বিত হতে পারি, তেমনি প্রাণ ফ্রুটোও নিজেদের সাফল্যে গর্বিত হতে পারে। কারণ, বাংলাদেশের একমাত্র পণ্য যা, বিশ্বের ১২২টি দেশে রপ্তানি করা হয়। আমের মওসুমে আমরা উত্তরাঞ্চলে ১০০ থেকে ১২০ কোটি টাকার আম কিনি। যে কারণে, ওই অঞ্চলে অর্থনৈতিক পরিবর্তণও ঘটেছে বেশ দ্রুত। দেশের আম প্রসেসিং করেই আমরা বিদেশে প্রাণ-ফ্রুটো রপ্তানি করছি। নিজেদের সাফল্য ধরে রাখার পাশাপাশি আমরা ভবিষ্যতে আরও এমন এমন আয়োজনের সঙ্গে জড়িত হতে পারবো বলে আশা করছি।’

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং আতিকুর রহমান বলেন, ‘ক্রিকেট দিয়েই বহির্বিশ্বের মানুষ অনেক বেশিকরে বাংলাদেশকে চেনে। ক্রিকেট যেমন বাংলাদেশের মুখ উজ্জল করেছে, তেমনি প্রাণ ফ্রুটোও চেষ্টা করছে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল করার। কারণ, প্রাণ ফ্রুটো একমাত্র বাংলাদেশি পণ্য যেটি বিশ্বের ১২০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে। আর সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয়বারেরমত একসাথে হতে পেরে নিজেদেরেই গর্বিত মনে করছি। আশাকরি ভবিষ্যতেও এমন সম্পর্ক বজায় থাকবে আমাদের।’

প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসজেএর সহ-সভাপতি অঘোর মণ্ডল। ছিলেন সাধারণ সম্পাদক রায়হান আল মুগনি, আরিফুর রহমান বাবু প্রমুখ।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।