দাগনভূঞায় পুনঃতফসিলের দাবি বিএনপি প্রার্থীর
দাগনভূঞা পৌরসভার ৯ কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনঃতফসিলের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন। বুধবার দুপুর ২টার দিকে দাগনভূঞায় নির্বাচনী ক্যাম্পে সাংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
কেন্দ্র দখল হামলা অনিময়-দুর্নীতি ও জাল ভোটের অভিযোগ এনে সাইফুর রহমান বলেন, সরকার দলীয় সমর্থকরা অবৈধভাবে কেন্দ্র দখল করে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারছে। এক কেন্দ্রে প্রতিবাদ করতে গেলে তাকেও প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থীর সমর্থকরা লাঞ্ছিত করে। এছাড়াও তিনি দাবি করেন, ভোটকেন্দ্রের আশপাশে গুলি ও ককটেল নিক্ষেপ, তার কর্মীদের উপর হামলা, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনসহ বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করেন তিনি।
এসব অভিযোগ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বপন বলেন, মৌখিকভাবে আমরা কমিশনকে জানিয়েছে। তবে লিখিতভাবে জানানোর কথাও তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তা ফরিদা খনম জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিতভাবে জানানো হয়নি।
জহিরুল হক মিলু/এআরএ/এমএস