শেরপুরে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

শেরপুরের শ্রীবর্দী পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা দুই জন আহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে পৌরসভার এপিপিআই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাউন্সিলর প্রার্থী হাবিবুল্লাহ (বোতল প্রতিক) ও শহীদুর রহমান (উটপাখি প্রতিক)-এর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফকির মাহমুদ (৬৫) ও আজিজুল হক (৪০) আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে ভোটকেন্দ্রের ভেতরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

এদিকে শেরপুর জেলার নকলা পৌরসভার মাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। নকলা থানার ওসি গোলাম হায়দার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাকিম বাবুল/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।