হবিগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
হবিগঞ্জের ৫টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশ মোতায়নের পাশাপাশি র্যাব, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত প্রতিনিয়ত টহল দিচ্ছে।
সকাল থেকেই হবিগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। হবিগঞ্জ পৌরসভার ১৮টি কেন্দ্রের ১৭টি ঝুঁকিপূর্ণ হওয়ায় সকাল থেকেই জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শনে বের হন।
সকাল সাড়ে ৯ টায় জেলা শহরের শায়েস্তানগরে জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, আমাদের যুদ্ধের ক্ষমতা আছে। সুতরাং নির্বাচনে দুর্বৃত্তদের দমন করা কোনো বিষয়ই নয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে তিনি আশ্বস্ত করে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নেয়ার আহ্বান জানান।
এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস