কর্ণপাড়ায় শুরুতেই ভোটারদের দীর্ঘ লাইন


প্রকাশিত: ০৩:১৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

ঢাকার অদূরে সাভার পৌরসভায় ভোটগ্রহণের শুরুতেই দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। দলীয় প্রার্থীদেরকে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন সাভার পৌরসভার ভোটাররা। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি এই কেন্দ্রের ভোটাররা।

বুধবার সকাল সোয়া ৮ টায় কর্ণপাড়া উচ্চ বিদ্যালয়ে ঘুরে এমন চিত্রই দেখা দেছে। কেন্দ্র সূত্র জানিয়েছে, এই কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা এক হাজার তিনশত ছাপ্পান্ন। আর পুরুষ ভোটারের সংখ্যা এক হাজার পাঁচশত সত্তর জন।

ভোট প্রদান শেষে নিলুপা নামে এক ভোটার জানান, শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন তিনি।

এ এলাকায় হাজী আবদুল গনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন। অন্যদিকে মো. বদিউজ্জামান বিএনপি থেকে নির্বাচনী লড়াই করছেন।

এছাড়া এই এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সালাহউদ্দিন খান নঈম এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আজিজুর রহমান আজিজ।

কেন্দ্রটিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এমদাদুল জাগো নিউজকে জানান, নিরিবিলি পরিবেশে এই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রটিতে কোন ঝামেলা নেই বলেও দাবি করেন তিনি।

পৌরসভাটিতে ৮০টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ১,৬৯,৮৫৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৬, ৪৯৩ মহিলা ৮৩, ৩৬১ জন।

এএসএস/এসআই/এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।