গোল্ডেন বল মেসির প্রাপ্য ছিল না: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ এএম, ১৪ জুলাই ২০১৪

লিওনেল মেসিকে গোল্ডেন বল দেয়া ঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ‘টেলিসুর’ নামে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  তিনি বলেন, ব্রাজিল বিশ্বকাপে মেসি যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে গোল্ডেন বলের যোগ্য সে নয়। তার হাতে গোল্ডেন বল তুলে দেয়া ফিফার সঠিক সিদ্ধান্ত ছিল না।

গোল্ডেন বলের দৌঁড়ে মেসি ছাড়াও ছিলেন জার্মানির থমাস মুলার, নেদারল্যান্ডের আর্জেন রবেন ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। আর্জেন্টিনাকে ১৯৮৬’র বিশ্বকাপ এনে দেয়া ম্যারাডোনা বলেন, মেসি! যদি পারতাম ওর হাতে আমি স্বর্গ তুলে দিতাম। কিন্তু যার যা প্রাপ্য তাকে তা না দেয়া ঠিক নয়। কিছু মার্কেটিং প্ল্যানের কারণে মেসিকে গোল্ডেন বল দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ফাইনালে হেরে যাওয়ায় আমার দেশের জন্য অনেক কষ্ট হচ্ছে। তবে মারিও গোটজে অনেক পরিশ্রম করে গোল করেছেন। তিনি আরো বলেন, আর্জেন্টিনার ডিফেন্সে ভুল বোঝাবুঝির ফলে জার্মানি গোল করেছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনার পেনাল্টি পর্যন্ত যাওয়া উচিত ছিল। সূত্র : গোল ডটকম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।