দুই ব্যাংকের ৬৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই ব্যাংকের ৬৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। এর মধ্যে ঢাকা ব্যাংকের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড এবং আইএফআইসি ব্যাংকের ৩৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিশন।
সোমবার বিএসইসির ৫৬২তম কমিশন সভায় বন্ড দুটির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
ঢাকা ব্যাংকের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লোটিং রেটেড এবং সাব অর্ডিনেট বন্ড। বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। যা শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট বডি এবং যেকোনো যোগ্য ব্যক্তিই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।
ঢাকা ব্যাংক লিমিটেড বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাসেল টু এর শর্ত পূরণ করবে। ঢাকা ব্যাংকের নন কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং কুপন রেট হবে ১০ থেকে ১৩ শতাংশ।
বন্ডটির মেনডেটেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিকে আইএফআইসি ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ অবসায়ন যোগ্য এবং কুপন বেয়ারিং বন্ড। বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। যা ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে আইএফআইসি ব্যাংক লিমিটেড ব্যাসেল-৩ গাইড লাইন অনুযায়ী তাদের মূলধনের ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে। আইএফআইসি ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা এবং কুপন রেট ১০ থেকে ১২ শতাংশ।
বন্ডের লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
এসআই/বিএ