রাজশাহীতে আ.লীগ প্রার্থীর গণসংযোগে বোমা হামলা


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

রাজশাহীর নওহাটা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারি থানের গণসংযোগে বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার আনসার ক্যাম্পের পার্শ্বে মধ্যপুঠিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী আব্দুল বারি খানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মেয়র প্রার্থী আব্দুর বারি খান, মনসুর, ইমদাদ, শফিকুল, ওয়াজেদ আলী, নওহাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে নওহাটা এলাকার মানিক (৩৪) ও রাসেলকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহতদের মধ্যে ইমদাদ জানান, গণসংযোগকালে দূর থেকে কে বা কারা পরপর দুইটি হাত বোমা ছুঁড়ে মারে। এতে প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরেরটি গণসংযোগ স্থলে পড়ে। দ্বিতীয় বোমার আঘাতেই মেয়রপ্রার্থীসহ অন্য নেতাকর্মীরা আহত হন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় নওহাটার আনসার ক্যাম্পের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারি খান গণসংযোগ করছিল। এ সময় চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। গণসংযোগের মধ্যে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।